আলোর যাত্রী
পথের দিশা খুজঁতে খুজঁতে –
গুরু গৌড়ানন্দ সনে দেখা…
সারদা স্নিগ্ধতায়-
রামকৃষ্ণালোক গায়ে মাখা।
জন্ম মৃত্যু সঙ্গে নিয়ে –
জীবন পথে যাওয়া আসা…
সত্যানন্দ সমুদ্রে
আনন্দ বন্যায় ভাসা…।
পথের দিশা খুজঁতে খুজঁতে –
গুরু গৌড়ানন্দ সনে দেখা…
সারদা স্নিগ্ধতায়-
রামকৃষ্ণালোক গায়ে মাখা।
জন্ম মৃত্যু সঙ্গে নিয়ে –
জীবন পথে যাওয়া আসা…
সত্যানন্দ সমুদ্রে
আনন্দ বন্যায় ভাসা…।