ছড়া ও কবিতা

হৃদয়টিরে করো বৃন্দাবন

যদি হৃদয়টিরে করতে পারো মধুর বৃন্দাবন,
শ্যাম ও রাধা রাখবে সেথা কমল-চরণ ।
দেখবে তাদের নিত্যলীলা তুমি দিবানিশি ,
শুনবে বাজে রাধার নূপুর ,শ্যামের মোহন বাঁশি,
যুগল রূপে কৃষ্ণ রাধা দেবে দরশন।
হৃদয় মাঝেই দেখবে বহে প্রেমের যমুনা,
দেখবে দোলে কদম ডালে ফুল-ঝুলনা ,
মধুর রাসমঞ্চ মাঝে দেখবে নাচে রাই ,
প্রেমাবেশে মগ্ন হয়ে নাচে শ্যামরায় ,
যুগল রূপের শোভা দেখে জুড়াবে নয়ন।

অনুপ কুমার সেন

Anup Kumar Sen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *