ছড়া ও কবিতা

হে প্রভু করো কৃপা

চরণ তোমার রাখ হে প্রভু গর্বিত মোর মাথার’পরে
পথের ধুলায় দাও লুটায়ে আমার সকল অহঙ্কারে
তোমারি প্রসাদে লভেছি জনম ,
চাহিলে তুমি লভিব মরণ ,
ভুলেছি সে কথা,হয়েছি অন্ধ মায়ার অন্ধকারে।
আমার প্রাণের মাঝে জ্ঞানের আলো
দয়াল প্রভু জ্বালো জ্বালো ,
এ জীবন হতে সকল আঁধার ,
সকল বাসনা ঘুচুক আমার ,
নিশি অবসানে কাঙালের বেশে
দাঁড়াবো তোমার মন্দির দ্বারে।

অনুপ কুমার সেন

Anup Kumar Sen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *