সম্পাদকীয়
মানব মনের সুকুমার বৃত্তি গুলির উৎকর্ষ সাধন ঘটে সাহিত্যে, সংগীতে,নৃত্যে ও শিল্পকলায়।-সাহিত্যিকরা সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাদের সুচিন্তিত লেখা সমাজের মনন কে ঋদ্ধ করে।
আমরা প্রথমেই তাদের কাছ থেকে সেই ধরনের লেখা আগামীদিনে আন্তরিক ভাবে আশা করবো – যে লেখা সকলের প্রচেষ্টায় গড়ে ওঠা ‘সত্যাভিলাষা’ আঙ্গিক শ্রীবৃদ্ধিতে সাহায্য করবে। একটা কথা মনে রাখতে হবে নূতন প্রতিভার অন্বেষনই আমাদের মূল লক্ষ্য।
সকলের শুভেছা ও সৎ পরামর্শেই স্বমহিমায় উদ্ভাসিত হয়ে উঠবে পত্রিকা আশা রাখি।
সাহিত্যের আসরে যে নগ্নতার প্রতিযোগিতা চলছে তাদের কাছে এ সংকলনের কোন মূল্য নেই,তবু কেন এ সংকলন এ কথা অনেকের মনে হতে পারে।
এক ধরণের সাহিত্য প্রেমী আছেন যাঁরা নগ্নতার সুড়সুড়ি পছন্দ করেন না।
যা শ্রেয় , যা শ্লীলতামণ্ডিত তাকেই ধ্রুবতারার মতো অবিচল চিত্তে আঁকড়ে আছেন এ পত্রিকা তাদের জন্য।
আমাদের এই উদ্যোগ তখনি স্বার্থক হবে যদি পাঠক-পাঠিকা বর্গের কাছ থেকে সঠিক মতামত জানতে পারি।
আশারাখি সকলের মনন-ঋদ্ধ ও আনন্দ নিষ্যন্দী সাহিত্যের অযুত উৎসরনে সংখ্যাটি স্বর্ণমানে উন্নীত হবে।
শুধু কবি সাহিত্যিকদের অঙ্গনেই সত্যাভিলাষা -র রথ থেমে থাকবে না গড়ে তুলতে হবে এক ‘ মুক্ত মঞ্চ ‘, যেখানে আত্মপ্রকাশের সুযোগ থাকবে নতুন প্রতিভার।
