মহাবতার শ্রী গৌরাঙ্গ
হে আজানুলম্বিতাভূজ বিশ্ববন্ধু তুমি
তুমি মহাস্রষ্টার দান আঁধারের আলো
নিশার উজ্জ্বল নক্ষত্র আর্তজন-স্বাথী
বিলাইলে জগৎ জনে যাহা কিছু ভালো।
করুনার সাগর তুমি পাবনাবতার
শ্রদ্ধাভক্তির জাগরণে জাগিল মানব
পূর্ণ হইল শূন্য গঙ্গা মৃত -পারাবার
তুমিই সত্যের কান্ডারি মানব-মাধব।
হে জ্যোতির্ময় বিশবন্ধু বিশ্বের কল্যানে
আসিলে ত্রিতাপ হরিতে বিশ্বপ্রেম দিতে
মর্ত্য দামেই স্বর্গসুখ দিলে অন্ধজনে
মরুতে দিলে প্রেমবারি বিশ্বজন হিতে।
তুমি পথ তুমি পাথেয় পথের পথিক
তুমি বন্ধু তুমিই পিতা দেবের অধিক।